টিউশনী একটি পেশা নয় এবং আমরা এটিকে পেশা হিসেবে বেছে নেন, সেটা কখনো পত্যাশাও করি না।তবে টিউশনী খুবই জরুরীি একটি বিষয়।যারা এটি খোঁজে মূলত: তারাই এটির গুরুত্ব অনুধাবন করতে পারবে।ধনীর দুলালের কাছে টিউশনী বিষয়টি বিলাসিতা হতে পারে, তবে যে ছাত্র সকালের নাস্তার পর, দুপুরে কি খাবে তার নিশ্চয়তা না পায়, তার কাছে টিউশনী বিষয়টি জীবনের চরম সত্য একটি বিষয়।যে ছাত্র শূন্য হাতে বাসা থেকে শুধুমাত্র মা বাবার দোয়া ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারে না, সে জানে টিউশনী বিষয়টি তার জীবনে প্রতিষ্ঠিত হ্ওয়ার অন্যতম একটি উপায়।
আপনি হয়ত, আত্বায় স্বজন বা পাড়াপ্রতিবেশির নিকট হতে এক দু মাসের টাকা ধার কিংবা সাহায্য চেয়ে চলতে পারবেন কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দিতে চাইলে এই টিউশনীই হবে আপনার অন্যতম বন্ধু।এই বাস্তব অভিজ্ঞতা জীবনে হারে হারে টের পেয়ে গরীব ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করেই আমাদের এই শিক্ষক সমাজের পথচলা।
আপনি যদি ঢাকা বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/dhaka/
আপনি যদি চট্টগ্রাম বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/chittagong/
আপনি যদি সিলেট বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/sylhet/
আপনি যদি কুমিল্লা বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/cumilla/
আপনি যদি বরিশাল বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/barshal/
আপনি যদি খুলনা বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/khulna/
আপনি যদি রাজশাহী বিভাগের টিউটর হিসেবে পড়াতে চান তাহলে এই ফরমটি পূরণ করুন: https://www.teacherssociety.com/rajshai/